বাচ্চা সামলাবেন রণবীর
অনেক কাজ হয়েছে। এবার একটু থামা চাই। ঘরদোর সামলাতে হবে। আপাতত বলিউড অভিনেতা রণবীর কাপুরের ইচ্ছাটা তাই। আলিয়া ভাটকে বেশ ঘটা করে বিয়ে করেন। তারপরই জানিয়েছিলেন বাবা হতে যাচ্ছেন তিনি। এবার ইচ্ছা, বাচ্চা হলে পিতৃত্বের দায়িত্বটা কাঁধে তুলে নেবেন রণবীর। রণবীর কাপুরের খুবই কাছের এক আত্মীয়…